| |
               

মূল পাতা সারাদেশ জেলা সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা


ফাইল ছবি

সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা


রহমত নিউজ     30 December, 2023     06:09 PM    


তিনদিন সেন্টমার্টিনে জাহাজ চলাচলা বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৬ জানুয়ারি বিকেল থেকে তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ থাকবে।

শনিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।

অনুরূপভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজ।

টেকনাফ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আটটা পর্যটকবাহী জাহাজ চলাচল করে। টেকনাফের দমদমিয়া জেটি ঘাট হতে এসব জাহাজ সেন্টমার্টিন যাওয়া-আসা করে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ